লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২১

নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কুমিল্লার লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁওয়ে ডাকাতিয়া নদীর তীরঘেঁষে দাঁড়িয়ে আছে নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ি। গতকাল শনিবার ঐতিহাসিক বাড়িটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। দুপুরে বাড়ির মূল ফটকে রাষ্ট্রদূতকে বরণ করেন প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। এরপর নবাব ফয়জুন্নেছার অবদান ও কর্মকা-ের সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

ওই সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মহিতুল ইসলাম, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁঁইয়া, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ বাবুল চন্দ্র দেবনাথ, নবাব পরিবারের উত্তরাধিকার ফজলে রহমান চৌধুরী আয়াজ, মাসুদুল হক চৌধুরীসহ রাজনৈতিক নেতা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close