প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর, ২০২১

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমায় নিহত ৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে একটি চৌরাস্তায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গিগোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করে বলেছে, প্রেসিডেন্ট প্রাসাদের দিকে গমনরত একটি গাড়িবহরকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটিয়েছে তারা। মোগাদিসুর হামারজাজাব এলাকার কমিশনার মুয়াভিয়ে মুদি রয়টার্সকে বলেছেন, ‘সিলগাব চৌরাস্তায় একটি গাড়িবোমা বিস্ফোরণে আটজন নিহত ও বহু আহত হয়েছেন।’ পুলিশ কর্মকর্তা আবদি ফাতাহ আদেন হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের পর নিহত ও আহত কয়েকজনকে তাদের আত্মীয়রা নিয়ে গেছে, তাই হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। ‘এই বিস্ফোরণের পেছনে আল শাবাব আছে। একজন সৈন্য, এক মা ও তার দুই শিশুসহ আটজনকে হত্যা করেছে তারা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close