উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২১

মার্কিন রাষ্ট্রদূত মিলারের রোহিঙ্গা শিবির পরিদর্শন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মানবিক সেবায় নিয়োজিত হোপ হাসপাতাল ও ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল রবিবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূত মিলার ১৪ এপিবিএন শিবির এলাকা পরিদর্শনে আসেন। এ সময় সফর সর্ঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মিসেল রেনী এডেলমেন, মার্শা মিশেলসহ ইউএনএইচসিআরের বিভিন্ন কর্মকর্তা। তিনি প্রথমে হোপ হসপিটাল ফর উমেন পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে দায়িত্বরত হোপ হাসপাতালের বিভিন্ন পদবীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মার্কিন রাষ্ট্রদূত মিলার এ সময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর ৫নং রোহিঙ্গা শিবিরে গণস্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করে গ্যাস সহায়তা কার্যক্রম, পুষ্টি সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দুপুর ২টার দিকে মধুরছড়া বিশ্ব খাদ্য কর্মসূচির সার্বিক কার্যক্রমের প্রেজেন্টেশনে অংশগ্রহণ এবং ফায়ার মহড়া পরিদর্শন করেন। পরে প্রতিনিধি দল বিকাল ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশে রোহিঙ্গা শিবির ত্যাগ করেন। এর আগে গত শনিবার তিনি উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ইউএনএফপিএ এবং ডব্লিউএফপির গণউন্নয়ন কেন্দ্র সংস্থার তত্ত্ব¡াবধানে পরিচালিত ‘উমেন লিড কমিউনিটি সেন্টার’ পরিদর্শন করেন। এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close