reporterঅনলাইন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর, ২০২১

কোস্টগার্ডের অভিযান

টেকনাফে ৭ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ থানার আওতাধীন সাবরাং ইউনিয়নের কচুবনিয়া সংলগ্ন এলাকায় ইয়াবা পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে গত রবিবার মধ্য রাতে বিসিজি স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টেকনাফ থানার আওতাধীন সাবরাং ইউনিয়নের কচুবনিয়া সংলগ্ন এলাকায় রাত দেড়টায় কচুবনিয়ার একটি পান বাগানের পাশ দিয়ে শপিং ব্যাগ হাতে একজনকে হেঁটে যেতে দেখা যায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি জানতে পেরে সাদা রঙের একটি শপিং ব্যাগ ফেলে পান বাগানের ভেতরে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পরিত্যক্ত শপিং ব্যাগটি তল্লাশি করে সাত হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close