নিজস্ব প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

বিএসটিআইয়ের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত কয়েল উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে শান্তা কেমিক্যালের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারী এলাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। বিগ বাজার প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় সাদিক এগ্রোর শাহী মিঠাই দইয়ের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা ও শাহী মিঠাই ঘি, লাচ্ছা সেমাইয়ে মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য ইত্যাদি স্থায়ীভাবে উল্লেখ না করায় ১০ হাজার টাকা জরিমানা হয়। পাশাপাশি স্যান্ড্রা নামে প্রতিষ্ঠানটির দই এবং ব্রেড টোস্টের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close