বরিশাল প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর, ২০২১

ডা. এইচ এন সরকার

ভারতের বালাজি হাসপাতালের প্রফেসর

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এইচ এন সরকার ভারতের শ্রী বালাজি মেডিকেল কলেজ ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৬ আগস্ট তিনি এ নিয়োগপত্র গ্রহণ করেন। এর আগে তিনি গত বছর ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসরে যান।

অধ্যাপক ডা. এইচ এন সরকার ২০১৯ সালে ভারতের খ্যাতিমান সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মৈত্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সর্বশেষ ২০১৯ সালে নেপাল-বাংলাদেশ ফেন্ডসসিপ অ্যাওয়ার্ড পান তিনি। পাশাপাশি তিনি ডায়াবেটিস রোগীদের বিনারক্তে ব্লাড সুগার মাপার যন্ত্র আবিষ্কার করেন। এ ছাড়া ২০১১ সালে কারফা গ্রামে গরিব মানুষের সেবায় সরলামঙ্গল ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়েন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতি বছর ফ্রি মেডিকেল ক্যাম্প মন্দির, রাস্তাঘাট নির্মাণ করেন। উজিরপুর উপজেলা জল্লা ইউনিয়নে কারফা গ্রামের এক বনেদি পরিবারে ১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ এইচ এন সরকার। যার পুরো নাম হরেন্দ্রনাথ সরকার। তার পিতার নাম মঙ্গল চন্দ্র সরকার ও মাতা সরলা রানী সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close