নিজস্ব প্রতিবেদক

  ০৫ আগস্ট, ২০২১

বললেন জি এম কাদের

মন্ত্রীর বক্তব্য এমন হওয়া উচিত না

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ১১ আগস্ট থেকে ১৮ বছরের ঊর্ধ্বে বয়স অথচ টিকা নেয়নি, এমন কেউ বাইরে বের হলেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আন্তমন্ত্রণালয়ের সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কীভাবে এমন বক্তব্য গণমাধ্যমকে জানান, তা সাধারণ মানুষ বুঝতে পারছে না। কোনো মন্ত্রীর বক্তব্য এমন হওয়া উচিত না।

গতকাল বুধবার এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় দেশে দুই ডোজ টিকা নেওয়া মানুষের সংখ্যা এক কোটির নিচে।

বিবৃতিতে তিনি বলেন, এখন টিকা দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারিত। সে ক্ষেত্রে কীভাবে ১৮ থেকে ২৪ বছর বয়সি গার্মেন্ট শ্রমিক কারখানায় যাবে? এ বয়সের গণপরিবহনের শ্রমিক কীভাবে কাজে বের হবে? অথবা এই বয়সি দোকানি কীভাবে দোকান খুলবে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close