নিজস্ব প্রতিবেদক

  ০৫ আগস্ট, ২০২১

আগাম জামিনের বেঞ্চ খুলে দিতে অনুরোধ

হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনসহ ভার্চুয়ালি সব বেঞ্চ খুলে দিতে অনুরোধ জানানো হয়েছে। গতকাল বুধবার বিকালে ফোনে প্রধান বিচারপতিকে তিনি এমন অনুরোধ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

কাজল সাংবাদিকদের বলেন, ‘আগাম জামিন শুনানির জন্য বিকালে প্রধান বিচারপতিকে ফোন করেছিলাম। এ সময় আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের আলাদা বেঞ্চ দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি বলেছি সাধারণ মানুষ নানাভাবে হয়রানি হচ্ছেন। এ কারণে আগাম জামিনের পথটা খোলা রাখা জরুরি।’

ফোনে কাজল আরো বলেন, ‘সুপ্রিম কোর্টের সব বেঞ্চ ভার্চুয়ালি খুলে দেওয়ার কথা বলেছি। প্রধান বিচারপতি আমাকে বলেছেন, বৃহস্পতিবার ফুলকোর্ট মিটিংয়ে বিচারপতিদের সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।’

উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবেলায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগ চলছে সীমিত পরিসরে। আপিল বিভাগে একটি ও হাইকোর্টে তিনটি বেঞ্চ সীমিত পরিসরে চালু রয়েছে। যেখানে অন্য সময় খোলা থাকত সুপ্রিম কোর্টের ৫৩টি বেঞ্চ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close