নিজস্ব প্রতিবেদক

  ০৫ আগস্ট, ২০২১

দুই শিশুকে তাৎক্ষণিক মুক্তি

বাল্যবিবাহ নিরোধ ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত নেত্রকোনার দুই শিশুকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জেলা প্রশাসক (ডিসিকে) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবীর শিশির মনিরের চিঠির পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। আদালতের আদেশটি নেত্রকোনার ডিসিকে টেলিফোনে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।

সাইফুর রহমান বলেন, আদালতের আদেশের বিষয়টি আমি নেত্রকোনার ডিসিকে টেলিফোন করে অবগত করার সময় জানতে পারি ওই দুই শিশুর আপিল শুনানি করে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিচারপতি এম ইনায়েতুর রহিমকে দুই শিশুর মুক্তি চেয়ে এই চিঠি দিয়েছিলেন।

চিঠিতে তিনি লিখেছিলেন, ৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন থেকে জানা যায়, নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের সাজা দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close