নিজস্ব প্রতিবেদক

  ০১ আগস্ট, ২০২১

অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়েছে। গতকাল শনিবার আবেদনটি করেন এক অন্তঃসত্ত্বা নারী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং আইইডিসিআরের পরিচালককে বিবাদী করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদনটি দাখিল করেন।

রিট আবেদনকারী অ্যাডভোকেট রাশিদা চৌধুরী একজন অন্তঃসত্ত্বা নারী। দীর্ঘদিন ধরে তিনি করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কোনোভাবেই করোনা ভ্যাকসিন নিতে পারছেন না। তিনি তার অনাগত সন্তান এবং নিজেকে নিয়ে শঙ্কিত। এর আগে গত ২৯ জুলাই বিবাদীদের একটি লিগ্যাল নোটিস প্রদান করেন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close