নিজস্ব প্রতিবেদক

  ৩১ জুলাই, ২০২১

বিচার বিভাগে করোনা আক্রান্ত ৯৬৫, মৃত্যু ১০

করোনাভাইরাস সংক্রমণের পর থেকে গত বুধবার পর্যন্ত বিচার বিভাগের ৩২৫ কর্মকর্তা ও ৬৪০ কর্মচারী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আর মারা গেছেন ১০ জন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত সারা দেশে বিচার বিভাগের ৯৬৫ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন এবং ১০ জন মারা গেছেন। তবে আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে এরই মধ্যে ৭৫৩ জন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ করোনায় মারা গেছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার। প্রসঙ্গত বিচার বিভাগে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে করোনা ভ্যাকসিন নিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন নিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close