প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ জুলাই, ২০২১

সড়কে ঝরল পাঁচ প্রাণ

মাগুরায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী এক নারী, কুমিল্লায় বালুবোঝাই ট্রাক্টরকে চাপ দিয়ে কাভার্ডভ্যান উল্টে তিন শ্রমিক, সিরাজগঞ্জে কার্ভাডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট

মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় খাদিজা খাতুন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌনে ১২টার দিকে বিনোদপুরণ্ডনহাটা সড়কের রাহাতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরেকজন মোটরসাইকেল আরোহী ও চালক আহত হন। খাদিজা রাহাতপুর গ্রামের স্বাধীন মল্লিকের স্ত্রী। মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

কুমিল্লা : কুমিল্লায় বালুবোঝাই ট্রাক্টরকে চাপা দিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাঁড়িখোলা মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ইলিয়েটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জিয়াউল হক চৌধুরী জানান, হাঁড়িখোলা মাজার এলাকায় মহাসড়কসংলগ্ন একটি মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরকে চাপা দেয়। পরে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার বাড়ি চান্দিনার হাঁড়িখোলা গ্রামে।

নিহতরা হলেন চান্দিনা উপজেলার হাঁড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালুশ্রমিক নুরুল ইসলাম (৫৪), সাভারের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৩৯) এবং চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।

সিরাজগঞ্জ : হাটিকুমরুলণ্ডবনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার হরিণচড়ায় কার্ভাডভ্যান চাপায় মোটরসাইকেল চালক আবদুর জাওয়াদ (৩৫) নামে এক ব্র্যাক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহত জাওয়াদ রংপুরের কাওনিয়া থানার নিগদারপা গ্রামের মৃত্যু ইব্রাহিম শেখের ছেলে। তিনি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরাইল বাজারে ব্র্যাক ব্যাংকের সিওণ্ডপ্রগতি হিসেবে কর্মরত ছিলেন। আটককৃত কাভার্ডভ্যান চালক হাসান আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দক্তদরতা দিনামোল্লারচর গ্রামের বহুত খার ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close