নিজস্ব প্রতিবেদক

  ২৯ জুলাই, ২০২১

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন থানা এবং গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৬০৬ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৪৩ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য জব্ধ করা হয়।

এ ছাড়াও গুলশান এলাকা থেকে ইয়াবা ও বিয়ারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪২৫ পিস ইয়াবা ও ২৪ ক্যান বিয়ার জব্ধ করা হয়। গ্রেপ্তারকৃত নাম মো. ত্রুসা, বাড়ি কিশোরগঞ্জে। তিনি একজন মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। গুলশান থান ওসি মো. আবুল হাসান বলেন, মঙ্গলবার মধ্যরাতে গুলশানের শাহাজাদপুর বাঁশতলা মসজিদ রোডের সামনে প্রাইভেট কারে তল্লাশি করে বস্তা থেকে ২৪ ক্যান বিয়ার ও দুটি জিপার পলিথিনে থাকা ৪২৫ পিস ইয়াবা জব্ধ করা হয়।

ওসি বলেন, মুসা গুলশান ও আশপাশ এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করেন। তার নামে গুলশান ও ভাটারা থানায় একাধিক মামলা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close