চট্টগ্রাম ব্যুরো

  ২১ জুন, ২০২১

অস্ত্র মামলায় যুবলীগ নেতা টিনু কারাগারে

চট্টগ্রামে কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। র‌্যাবের করা অস্ত্র মামলায় উচ্চ আদালতের নির্দেশে গতকাল রবিবার নুর মোস্তফা টিনু চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোরশেদ রহমান জানান, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর নুর মোস্তফা টিনুকে একটি পিস্তল, একটি শর্টগান ও ৭২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব-৭। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়।

চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু সম্প্রতি মারা গেলে টিনু আবারও সরব হন এবং উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন বলে পত্রপত্রিকায় খবর বেরোয়। জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নুর মোস্তফা টিনুর নাম আলোচনায় আসে। তার বিরুদ্ধে চকবাজার ও আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতাসহ নানা অভিযোগ আছে বলে পুলিশ জানায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close