চট্টগ্রাম ব্যুরো

  ০৯ মে, ২০২১

চট্টগ্রামে মাস্ক না পরায় রোদে দাঁড় করিয়ে শাস্তি

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় মাস্ক না পরার কারণে মার্কেট থেকে বের করে দিয়ে রোদে দাঁড় করিয়ে রাখা হয়। গতকাল শনিবার আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট এবং লাকি প্লাজায় এ ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টি করতে এ কাজ করা হয়েছে। মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানদারকে সতর্ক করে দেওয়া হয়েছে। আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরা পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হয়। মাস্ক পরতে বাধ্য করতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি না মানলে দোকানও বন্ধ করে দেওয়া হবে। মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে মাইকিং করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close