নিজস্ব প্রতিবেদক

  ০৫ মে, ২০২১

আলোচনা সভায় ফখরুল

সিসিইউতেই খালেদা, অবস্থা স্থিতিশীল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া এখনো সিসিইউতেই আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। তার পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। গতকাল মঙ্গলবার শ্রমিক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করে মির্জা ফখরুল বলেন, ‘তিনিই আমাদের প্রতীক। আল্লাহতায়ালার কাছে দোয়া করি তিনি যেন রোগমুক্ত হন।’ বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আমরা দেখি করোনার প্রণোদনার মধ্যে শ্রমিক ভাইদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। যা কিছু দেওয়া হয়েছে মালিক শ্রেণিকেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সব নিয়ে চলে যাচ্ছে।’

মাওয়া ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে ফখরুল বলেন, আর একটা সমস্যা। স্পিডবোটের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আজ লকডাউন দিয়েছে কোথাও কোনো লকডাউন নেই। পরিবহন চালু করল, আন্তজেলা হবে না, শুধু জেলাগুলোর মধ্যে থাকতে হবে। এতেই বোঝা যায় যে তারা কতটা দায়িত্বহীন।’

শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close