নিজস্ব প্রতিবেদক

  ০৪ মার্চ, ২০২১

চিকিৎসা সামগ্রী আমদানিতে শুল্ক মওকুফ দাবি

অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি আমদানি করতে কর মওকুফের দাবি জানিয়েছেন বাংলাদশে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিনএমসিএ নেতারা। বেসরকারি মেডিকেল কলেজগুলো সরকারি নীতিমালা অনুয়ায়ী অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় সব ধরনের ট্যাক্স মওকুফ সুবিধা, কোভিড-১৯ চিকিৎসা ও সুরক্ষার সব উপকরণ আমদানিতে ট্যাক্স মওকুফ সুবিধা অব্যাহত রাখা, জীবন রক্ষাকারী যন্ত্রপাতি যেমন, ব্লাডব্যাংক, পেমেন্ট মনিটর, ভেন্টিলেটর, আইসিইউ। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে বিপিএমসিএর প্রতিনিধিদলের ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নসংক্রান্ত আলোচনায় বিপিএমসিএ নেতারা এ দাবি উত্থাপন করেন। সংগঠনের সভাপতি এম এ মুবিন খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এনবিআর চেয়ারম্যান ট্যাক্সসংক্রান্ত সুবিধা দেওয়ার আশ্বাস দেন। আলোচনায় অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, গ্রিনলাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মঈনুল আহসান, জাপান ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রেফায়েতুল্লাহ শরীফ ও বিপিএমসিএ’র অর্থ-সম্পাদক ও তায়েরুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল হক এবং এনবিআরের কর্মকর্তারা সভায় বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close