মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০২ মার্চ, ২০২১

ফুটওভার ব্রিজের দাবিতে অবরোধ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ করেছে স্থানীয়রা। সে সময় সড়কের উভয়মুখে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘিœত হওয়ায় দীর্ঘ জটের সৃষ্টি হয়। গতকাল সোমবার সকাল ১১টায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে স্থানীয়রা। এরপর দুপুর ১২টায় হাইওয়ে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

কর্মসূচিতে হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে। মানববন্ধনকারীরা বলেন, ফুটওভার ব্রিজ না থাকায় এক্সপ্রেসওয়ে পারাপার হতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা। প্রায়ই সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটছে। এমন অবস্থায় এক্সপ্রেসওয়ে বিপজ্জনক হয়ে পড়ছে। এই স্থানটিতে প্রায়ই রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় পথচারীদের নিহতের ঘটনা ঘটছে। এর জন্য দ্রুত সময়ের মধ্যে হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ গেটে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা। প্রায় এক ঘণ্টার এই অবরোধে কয়েক কিলোমিটার এক্সপ্রেসওয়েতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। স্থানীয়রা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close