গাইবান্ধা প্রতিনিধি

  ০২ মার্চ, ২০২১

ফুলছড়িতে লাল মিয়া হত্যাকান্ড

জড়িতদের গ্রেপ্তার দাবি হরতালের আলটিমেটাম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লাল মিয়া সরকারের হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পাশাপাশি আগামী ৭ মার্চ রবিবারের মধ্যে এই হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হলে পরদিন সোমবার অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয় এ বিক্ষোভ থেকে। গতকাল সোমবার ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা পরিষদ গেটে রাস্তায় বসে আধা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এ সময় সড়কের দুই পাশে অনেক যান আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, ফজলুপুর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ ও নিহতের ছেলে মুরশিদ আলী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close