নিজস্ব প্রতিবেদক

  ০১ মার্চ, ২০২১

তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

শহীদ কমরেড তাজুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাজুল ইসলাম এই দিন শহীদ হন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনটি তাজুল দিবস হিসেবে পালন করে।

১৯৮৪ সালের এই দিনে এরশাদ সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মুখে তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া গু-াবাহিনীর হামলায় তাজুল নিহত হন। তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আদমজী শাখার সম্পাদক এবং ‘আদমজী মজদুর ট্রেড ইউনিয়নে’র নেতা।

দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close