জবি প্রতিনিধি

  ০১ মার্চ, ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি

মার্চের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সব একাডেমিক কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার ‘সাধারণত শিক্ষার্থী’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। ওই সময় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে শিক্ষকদের অনীহাকে ইঙ্গিত করে রাকিব নামে এক শিক্ষার্থী বলেন, শিক্ষকরা ঘরে বসে বেতন পান, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তাদের টেনশন নেই। মানববন্ধনে আরেকজন শিক্ষার্থী বলেন, দেশের সবকিছু চলছে স্বাভাবিকভাবে। শুধু বিশ্ববিদ্যালয় বন্ধ। একে ‘তামাশা’ বর্ণনা করে বক্তরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা নিজেদের সুরক্ষার ব্যাপারে সচেতন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close