বাগেরহাট প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২১

বাগেরহাটে পরিবহন বন্ধে ভোগান্তি

খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে বাগেরহাট জেলা থেকে খুলনায় যাত্রীবাহী বাসসহ সব ধরনের পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বাস মালিক সমিতি এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

এদিকে পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েন এ রুটের যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। বেশি সমস্যায় পরেছেন ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় মাহেন্দ্র, অটো ও টমটম চালকরা সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। বাস চলাচল না করলেও অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে মাওয়া ঘাট যেতে দেখা গেছে অনেককে।

বাগেরহাট বাসস্ট্যান্ডে আসা মোরেলগঞ্জের রাহিলা বেগম বলেন, ‘মোরা তো কিছুই জানি না। বাড়িতে যাইতে হইবে, তাই বাসস্ট্যান্ডে আইছিলাম।

এহন দেহি কিছুই চলতে আছে না। হের পিন্নে টমটমে উঠছি, ৫০ টাহার ভাড়া মোর কাছ থাইক্কা ১০০ টাহা নেছে।’

বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাকী তালুকদার বলেন, আমরা বাগেরহাটে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো কোনো পরিবহন ধর্মঘট ডাকেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close