শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

হল সিলগালা, অমানবিক ব্যবহারের অভিযোগ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হল সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্রের আদেশ পালনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শেকৃবি প্রশাসন। গত ২৪ ফেব্রুয়ারি সব শিক্ষার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর দুই দিন পর শিক্ষার্থী শূন্য হলে সিলগালা করে দেওয়া হয়। আকস্মিক এই ঘোষণায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ^বিদ্যালয়ের কোয়ার্টারে, বস্তিতে ও বিশ^বিদ্যালয়ের আশপাশে মেস ভাড়া করে থাকছেন অনেকে। এতে নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন কিছু শিক্ষার্থী। ৭৭তম ব্যাচের পরীক্ষা স্থগিত হওয়ায় দীর্ঘ সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা।

হল ত্যাগের সময় শিক্ষকদের অমানবিক ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী। তাদের একজন জানান, প্রক্টরিয়াল টিম যখন গাড়ি নিয়ে মাইকিং করতে আসে, আমি তখন আমার ব্যক্তিগত ফোন দিয়ে ভিডিও করছিলাম, এটা দেখে সহকারী প্রক্টর রাকিব স্যার আমার ফোন ছিনিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গেই আরো ১০-১৫ জন শিক্ষক আমাকে ঘিরে ফেলে এবং আমার ফোনের পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে এক ধরনের হুমকি দেওয়া শুরু করেন। তারা বলেন, এই ছেলে তোমার ব্যাচ কত? কোন লেভেল? পাশ থেকে একজন রেজিস্ট্রেশন নং জানতে চান। একজন বলেন, ভিডিও কোথায় পাঠাবা? তুমি কি শিবির কর? শেষ পর্যন্ত আমার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে ওই ভিডিও ডিলিট করেন এবং ফোন ফিরিয়ে দেন। রাকিব স্যার বলেন, এত স্মার্টনেস ভালো না, বিপদে পড়বা। দ্রুত হল ত্যাগ না করলে চাকরির ভ্যারিফিকেশনে নেগেটিভ রিপোর্ট করার হুমকি, কেউ কেউ শুধু একটা রাত হলে থাকার অনুমতি চাইলে থাকতে দেয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

সহকারী প্রক্টর মো. রাকিবুর রহমান এ বিষয়ে বলেন, ‘এ অভিযোগ পুরোপুরি সত্য নয়। আমি তাকে ভিডিও করতে নিষেধ করেছিলাম সত্য কিন্তু ফোন ছিনিয়ে নিয়ে জোর করে নেওয়া কিংবা ভিডিও ডিলিট করার হুমকি দেওয়ার ঘটনা সত্য নয়।’

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘রাষ্ট্রের আদেশ পালনের জন্যই হল বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আর কিছুদিন পর্যবেক্ষণ করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। সব শিক্ষকের ব্যবহার এক রকম নয়। কারো স্বাভাবিক কথার ধরনেই মনে হয় খারাপ ব্যবহার হচ্ছে। তাছাড়া ছাত্রদের কারো কারো ব্যবহারও ছাত্রসুলভ ছিল না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close