শেরপুর প্রতিনিধি

  ২৫ ফেব্রুয়ারি, ২০২১

নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

বিএনপি চুপি চুপি করোনার টিকা নিচ্ছে

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি বলেছিল শেখ হাসিনা করোনার টিকা আনতে পারবেন না। এখন তারাই আগে আগে চুপে চুপে টিকা নিচ্ছেন। অবশ্য ডা. জাফরউল্লাহ চৌধুরী স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসম্ভব কাজ করেছেন। গতকাল বুধবার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চবিদ্যালয় মাঠে দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, এক সময় কলেরা ও বসন্তের ওষুধ ছিল না। এখন স্যালাইন ও টিকা আবিষ্কার হওয়ার পর দেশে কলেরা, ডায়রিয়া নেই। তাই একেক সময় আল্লাহ যেমন একেকটি গজব দেন। তেমনি সুরক্ষার ব্যবস্থাও তিনি দেন। তখন আল্লাহর দেওয়া বালা-মুসিবত রহমতে পরিণত হয়। এটি মাথায় রেখেই আমরা করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা করে যাচ্ছি। আমাদের কান্ডারি রয়েছেন শেখ হাসিনা। তিনি নিজে মাস্ক ব্যবহার করেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তিনি মাস্ক ব্যবহার করতেও বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, থানার ওসি বছির আহমেদ বাদল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক আছমত আরা আছমা ও আবদুল লতিফ, শিক্ষাবিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন। এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলা বিভিন্ন ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে কম্বল ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close