টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০২১

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ২৪ বাংলাদেশি

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারে কারাবন্দি ২৪ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মংডু সীমান্তের ১নং এক্সিট পয়েন্টে দিয়ে মিয়ানমান বর্ডার গার্ড পুলিশ তাদের বিজিবির কাছে হস্তান্তর করেছে। এর আগে সকালে টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের নেতৃত্বে ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল মিয়ানমার যায়। মিয়ানমারের অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টের মংডুতে পতাকা বৈঠক হয়। বৈঠকে মিয়ানমারের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে দেন ৪নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পুলিশ লে. কর্নেল জো লিং অং।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাদক চোরাচালান প্রতিরোধ, মানব পাচার দমন এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হাতে দমানোসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। এরপর ওই ২৪ জনকে ফেরত পাঠানো হয়। ফেরত আসা বাংলাদেশি ২৪ নাগরিকের মধ্যে টেকনাফের ১২ জন, রাঙামাটির ৮, বান্দরবানের তিন এবং রাজশাহীর একজন রয়েছেন। টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে কিছু বাংলাদেশি মিয়ানমারে ঢুকে পড়ে। সেখানে কারাভোগ শেষে তাদের মধ্যে ২৪ জনকে ফেরত দেওয়া হয়। ফেরত আসা নাগরিকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close