সিলেট প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০২১

সিলেটে শিশুসহ মাকে হত্যা

অভিযুক্ত কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠাতে নির্দেশ

সিলেটে দুই শিশুসহ সৎমাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঘাতক কিশোরের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাকে সিলেট নগরের বাগবাড়ী এলাকার সেফহোম থেকে আজ মঙ্গলবার টঙ্গীতে পাঠানো হবে। গতকাল সোমবার সিলেট শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক বজলুর রহমান এই নির্দেশ দেন।

সিলেট জেলা প্রবেশন কর্মকর্তা মো. তমির হোসেন চৌধুরী বলেন, ‘সোমবার ওই কিশোরকে শিশু আদালতে হাজির করা হয়। তার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় আদালত তাকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। যত দিন পর্যন্ত তার বয় ১৮ বছর না হবে তত দিন পর্যন্ত সে সেখানেই থাকবে সে।’

শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘শনিবার আদালতে ওই কিশোর তার বয়স ১৭ বলায় তাকে সেফহোমে পাঠানো হয় ও তার বয়স নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তার বয়সের প্রমাণ আমাদের হাতে এসেছে। তার এখনো ১৮া বছর হয়নি। পুলিশ তার বাড়ি বিয়ানীবাজার থেকে বয়সের কাগজপত্র পেয়েছে। এতে তার বয়স পাওয়া গেছে ১৭ বছর ১ মাস। তাই আদালতের নির্দেশে তাকে টঙ্গী পাঠানোর প্রক্রিয়া চলছে।’

ওসি আরো বলেন, ‘ট্রিপল মার্ডারের ঘটনায় করা মামলায় ঘাতক কিশোরের মাকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলেও তাকেও গ্রেপ্তার করা হবে।’ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেটের শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের বহর এলাকার মীর মহল্লা গ্রামে ৯ নম্বর বাসায় আবদাল হোসেন খানের ২য় স্ত্রী রুবিয়া বেগম চৌধুরী, মেয়ে জান্নাতুল হোসেন মাহি ও তাহসান হোসেন খানকে কুপিয়ে হত্যা করে তার সৎছেলে। ঘটনার পরই ঘাতক কিশোরকে আটক করা হয়। পরে শুক্রবার রাত সাড়ে ১১টায় রুবিয়া বেগমের ভাই আনোয়ার হোসেন মামলা করেন। মামলায় ওই কিশোর ও তার মাকে আসামি করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close