জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০২১

জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় এক বাসিন্দাকে আটকে চাঁদা দাবি করায় তারা এ হামলা চালিয়েছে। এ সময় অন্তত তিনটি মোটরগাড়ি ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় অন্তত তিনটি মোটরগাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মসজিদগুলোতে মাইকিং করে স্থানীয়দের জড়ো করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঝামেলা হয়। এরপর সেই সূত্রে ধরে স্থানীয়রা জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপরে হামলা চালায়। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছে, এ ছাড়া কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাস সংলগ্ন এলাকার মেসগুলোতে আটকে রেখেছেন স্থানীয়রা।’

পুলিশ জানায়, হামলার তথ্য জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘ঘটনা সম্পর্কে তদন্তে মেনেছে পুলিশ, এখনো সব তথ্য হাতে আসেনি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close