ভোলা প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০২১

২০ কেজির দুটি কোরালের দাম ৪০ হাজার টাকা

ভোলার মনপুরার মেঘনায় এক জেলের জালে ধরা পড়েছে দুটি কোরাল মাছ। মাছ দুটির একেকটির ওজন ১০ কেজি করে। এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে মাছ দুটি। মেঘনায় বড় সাইজের দুই কোরাল পেয়ে বেজায় খুশি জেলে সাইফুল।

গতকাল শুক্রবার মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে কোরাল মাছ দুটি ধরা পড়ে। পরে সকাল ১১টায় হাজিরহাট ঘাটের নিজাম হাওলাদারের আড়তে ৪০ হাজার টাকায় বিক্রি হয় মাছ দুটি। ওই ঘাটের পাইকার মহিউদ্দিন ব্যাপারী মাছ দুটি কিনেছেন ঢাকায় পাঠানোর জন্য।

সাইফুল মাঝি জানান, সকালে দক্ষিণ সাকুচিয়াসংলগ্ন মেঘনায় জাল ফেলেন তিনি। এ সময় ২০ কেজি ওজনের দুটি ও ছয় কেজি ওজনের আরো চারটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের আড়তে কেজি দরে বিক্রি করা হয়। বড় কোরাল দুটি ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে এত বড় কোরাল ধরা পড়ায় এগুলো দেখতে ঘাটে ভিড় করেছেন অনেকেই। পরে ডাকের মাধ্যমে (নিলামে) এক হাজার টাকা কেজি ধরে মাছ দুটি বিক্রি হয়। ক্রেতা মহিউদ্দিন ব্যাপারী জানান, তিনি মাছ দুটি শুক্রবার দুপুর ২টার লঞ্চ করে ঢাকায় পাঠিয়েছেন বিক্রির জন্য। শনিবার সকালে কারওয়ানবাজার মৎস্য আড়তে কোরাল দুটি বিক্রি হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close