প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি, ২০২১

ঘনকুয়াশায় দুর্ঘটনা নিহত ১, আহত ৫

ঘনকুয়াশায় রাজশাহীর বাগমারায় খড় বোঝাই ট্রলি উল্টে চালক নিহত এবং যশোরের শার্শায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট

বাগমারা (রাজশাহী) : ঘনকুয়াশায় গাড়ি চালাতে গিয়ে রাজশাহীর বাগমারায় খড় বোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। ওই ট্রলি চালকের নাম মাইকেল। তার বাড়ি নওগাঁ জেলার পোড়শা উপজেলার দেশীপাড়া গ্রামে। গত শুক্রবার রাত ৩টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুক কোলার মোড়ে।

বেনাপোল : যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়কের জামতলা (পাঁচপুকুর) নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছেন। যশোরের নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, সকাল ৬টার সময় পাঁচপুকুর নামক স্থানে ঘনকুয়াশায় একে অপরের দেখতে না পারার কারণে এ দুর্ঘটনা ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close