উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০২১

উল্লাপাড়ায় রেলপথে ফাটল

পথচারীর লাল সংকেতে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথের লোহার পাতে ফাটল দেখে ড্রাইভারকে লাল কাপড় দেখিয়ে ট্রেন থামাতে বিপৎসংকেত দেন এক পথচারী। এতে দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি। এরপর দ্রুত ওই লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

গতকাল শনিবার সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজের আনুমানিক ৪০০ গজ পশ্চিমে একটি রেলপাতে ফাটল পার্শ্ববর্তী গ্রামের পথচারী সাদ্দাম হোসেনের নজরে পড়ে। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী গামী আন্তনগর ট্রেন নীল সাগর এক্সপ্রেস আসছিল। পথচারী সাদ্দাম হোসেন ট্রেনটি আসতে দেখে ওমর ফারুক নামের আরেকজনকে ডেকে নিয়ে লাল কাপড় টানিয়ে ধরেন। এদিকে লাল কাপড় টানানো দেখে চালক ট্রেনটি থামিয়ে দেন। বিষয়টি তাৎক্ষণিক উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টারকে জানানো হলে তিনি দ্রুত সেখান উপস্থিত হন এবং রেলপথ মেরামত করান।

উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম রফিক গণমাধ্যমকে একটি ফাটলের কথা স্বীকার করেন। তিনি জানান দ্রুত লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ মেরামতে ১৫ থেকে ২০ মিনিট সময় লেগেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close