খুলনা ব্যুরো

  ২৭ জানুয়ারি, ২০২১

খুলনায় ৫০০০ সরকারি কর্মী টিকা পাবেন প্রথম ধাপে

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে খুলনা জেলার ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ৫ সহ¯্রাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর তালিকা করা হয়েছে। তারা প্রথম ধাপে টিকা পাবেন। এদিকে, নগরীর ৩১টি ওয়ার্ডে প্রথম ধাপে কী পরিমাণ টিকা দেওয়া হবে তা জানা যাবে আজ বুধবার।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সূত্র জানায়, এরই মধ্যে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ সকালে করোনা ভ্যাকসিন টিকা কমিটির সভা আছে। এরপর বিস্তারিত জানা যাবে। তবে টিকাগুলো নগরীর ৪টি পয়েন্টে রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এগুলো হচ্ছে নগরীর শেরেবাংলা রোডের নগর স্বাস্থ্য ভবন, তালতলা হাসপাতাল, খালিশপুর লাল হাসপাতাল এবং নগরীর ৩ নাম্বার ওয়ার্ডের স্বাস্থ্য দপ্তর। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নগরীতে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তালিকাসহ একাধিক টিম টিকা দানের কাজ করবেন।

এদিকে খুলনার উপজেলাগুলোতে ১৮টি টিম টিকা প্রদানের কাজ করবে। প্রত্যেক উপজেলায় দুটি টিম থাকবে। একটি টিমে সদস্য থাকবে ছয়জন করে। এর মধ্যে দুজন টিকা প্রদান করবেন এবং চারজন সহযোগিতা করার দায়িত্বে থাকবে। সরকারের কাছ থেকে টিকা পাওয়ার পর সেটি স্কুল হেলথ ক্লিনিকে রিজার্ভ রাখা হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকা পর্যায়ক্রমে উপজেলাগুলোতে পাঠানো হবে। খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আবদুল্লাহ জানান, খুলনা মহানগরীতে প্রথম ধাপে কত টিকা প্রদান করা হবে এবং কতগুলো টিম কাজ করবে বিস্তারিত তথ্য আজ জানানো হবে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নগরীর তালিকা এখনো আমার হাতে আসেনি। তবে ২/১ দিনের মধ্যে জানতে পারব। প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অ্যাপসের মাধ্যমে যারা আবেদন করবেন তাদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে বয়স্কদের দেওয়া হবে। তৃতীয় ধাপে আবার প্রথম ধাপে টিকা যারা নিয়েছেন তাদের দেওয়া হবে।

যারা টিকা নেবেন ৮ সপ্তাহের ব্যবধানে তাদের আরেকবার টিকা নিতে হবে। তিনি বলেন, করোনা টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এটা নিয়ে অর্থ বাণিজ্য করার সুযোগ নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close