সংসদ প্রতিবেদক

  ২৭ জানুয়ারি, ২০২১

সংসদে রেলমন্ত্রী

সব জেলায় যাবে রেল

সংসদে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, দেশের সব জেলাই পর্যায়ক্রমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনবে। এ লক্ষ্যে কাজ করছে সরকার। সরকার রেলকে ঢেলে সাজিয়ে নাগরিক সেবা দিয়ে যাচ্ছে। রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রীদের সুবিধাদি বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক সংস্থা। জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহনসেবা নিশ্চিতের উদ্দেশ্যে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলপথ, ঢাকা-চট্টগ্রাম করিডরে ডাবললাইনে উন্নীত করার কাজ শুরু করা হয়। এর দূরত্ব ৩২১ কিলোমিটার। এরমধ্যে ১১৮ কিলোমিটার ডাবললাইন বিদ্যমান ছিল।

রেলপথমন্ত্রী আরো জানান, তিনটি প্রকল্পের আওতায় লাকসাম, চিনকিস্তানা সেকশনে ৬১ কিলোমিটার, টঙ্গী-ভৈরব বাজার সেকশনে ৬৪ কিলোমিটার এবং ভৈরব দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ছয় কিলোমিটার ডাবললাইন নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। এর ফলে বর্তমানে ঢাকা-চট্টগ্রাম করিডরের ৩২১ কিলোমিটারের মধ্যে ২৪৯ কিলোমিটার রেলপথে ডাবললাইনে নিয়মিত ট্রেন চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close