নিজস্ব প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২১

উড়ালসড়কে বাসের ধাক্কায় দুজনের মৃত্যু

রাজধানীর হানিফ উড়ালসড়কে বাসের ধাক্কায় বাইকচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন চালক আক্তার হোসেন ও কমিউনিটি পুলিশ মফিজ উদ্দিন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ৫টায় আক্তারকে মৃত ঘোষণা করেন। মফিজউদ্দিন কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উদ্ধারকারী হানিফ উড়ালসড়কে কর্মরত কমিউনিটি পুলিশ বদরুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে জৈনপুর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের (কমিউনিটি পুলিশ) ওপর পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের মৃত্যু হয়।

নিহত আক্তার হোসেনের ভাগনিজামাই আবদুল আজিজ জানান, নিহতের গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী ফরিদা ইয়াসমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তারা বর্তমানে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে থাকতেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close