রাজশাহী ব্যুরো

  ২৪ জানুয়ারি, ২০২১

২৭ ঘণ্টা পর সেই নবজাতক উদ্ধার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়ার ২৭ ঘণ্টা পর সেই নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১টার দিকে নগরীর মোন্নাফের মোড় পল্টুর বস্তি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চুরি করে নিয়ে যাওয়া নারী ও তার স্বামীকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান চালায়।

আটক নারীর নাম মৌসুমি বেগম (২৩)। তার স্বামীর নাম সজিব (২৫)। তারা নগরীর বোয়ালিয়া থানার রানীনগর পল্টু কমিশনারের বস্তির বাসিন্দা।

আরএমপির ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বাচ্চা চুরি করা নারী নিঃসন্তান। আট বছর আগে বিয়ে হয়েছে। তবে তিনি কোনো বাচ্চা চোরচক্রের সঙ্গে জড়িত কিনা তা আমরা খতিয়ে দেখব।’

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, বাচ্চাটিকে এরই মধ্যে তার নানা-নানির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ডিবি কার্যালয়ে এই কন্যাশিশুর নানি তাপসী রবিদাস বলেন, বাচ্চাটার নাম রাখা হয়েছে লক্ষ্মী। তারা বাচ্চাটিকে ফিরে পেয়ে খুব খুশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close