নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২১

শীতলক্ষ্যার পূর্ব তীর প্রশস্তকরণ, ওয়াকওয়ে নির্মাণকাজ উদ্বোধন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদী প্রশস্তকরণসহ অবৈধ দখল থেকে অবমুক্ত জায়গায় ওয়াকওয়ে নির্মাণ ও বনায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বন্দর খেয়াঘাটে এ প্রকল্পগুলো উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম কাদের।

পরে নদীর তীরে প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যরে নির্মাণাধীন ওয়াকওয়েতে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী-বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল এবং উপপরিচালক মোবারক হোসেনসহ অন্য কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানান, এরই মধ্যে রাজধানী ঢাকার আশপাশের নদীগুলোর তীরে নতুন করে সীমানা পিলারের কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের নদীগুলোর সীমানা পিলার বসানোর কাজ সমাপ্তির লক্ষ্যমাত্রা আশা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close