নিজস্ব প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২১

জি এম কাদের বললেন

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অকৃত্রিম

নভেল করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা বাংলাদেশকে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভারত সরকারের পাশাপাশি বন্ধুপ্রতিম ভারতের জনসাধারণের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘করোনা (কোভিড-১৯) মহামারিকালে ভারত সরকারের এ উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে। করোনার ছোবলে বিশ্বব্যাপী যখন থমকে দাঁড়িয়েছে সমাজ জীবন, তখন ভারত সরকারের এ উপহার প্রমাণ করেছে, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অকৃত্রিম এবং অনুপম।’ তিনি বলেন, ‘আগামী দিনে বন্ধুপ্রতিম এই দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close