গাজীপুর প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২১

বাবার নামে মিল

বিনা দোষে ৫ বছর জেল খেটে মুক্তি

শুধু বাবার নামে মিল থাকায় বিনা অপরাধে পাঁচ বছর জেল খেটে অবশেষে মুক্তি পেলেন রাজধানীর পল্লবীর বেনারসি কারিগর আরমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি উচ্চ আদালতের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তির পান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম জানান, আরমানের মুক্তির কাগজপত্র গত বুধবার সন্ধ্যায় কারাগারে পৌঁছে। যাচাই-বাছাই শেষে তাকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জানা গেছে, ২০১৬ সালে পল্লবী থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিন বিহারী ওরফে আরমানের পিতার নামের সঙ্গে মিল থাকায় আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকা কারাগারে এবং একই বছরের ২৪ জুন থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার আইনজীবীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ আরমানকে মুক্তির নির্দেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close