reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২১

আইডিএসইবির চেয়ারম্যান হুমায়ুন কবির তুষারের ইন্তেকাল

ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিএসইবি) চেয়ারম্যান মো. হুমায়ুন কবির তুষার (৫৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাজা শেষে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়ায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

বাউফলের কনকদিয়া স্যার সলিমুল্লা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ জালাল মিয়ার ছোট ছেলে হুমায়ুন কবির তুষার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কানুনগো হিসেবে কর্মরত ছিলেন। অফিস থেকে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার এই অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইডিএসইবির মহাসচিব মাঈনুল হক চৌধুরী দুলালসহ সংগঠনের কর্মীরা। শোকবার্তায় মো. হুমায়ুন কবির তুষারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close