নিজস্ব প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০২১

বঙ্গবন্ধুর ভাস্কর্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে চান শিল্প প্রতিমন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির পিতার অবদান সম্পর্কে সচেতন হবে। গতকাল রবিবার রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের মূল বালক শাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বঙ্গবন্ধুর নবনির্মিত ভাস্কর্যের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশ করোনা সংক্রমণ রোধ ও অর্থনৈতিক উত্তরণে সফলতার স্বাক্ষর রাখছে। প্রতিমন্ত্রী এ সময় যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close