নিজস্ব প্রতিবেদক

  ১০ জানুয়ারি, ২০২১

ছাত্রীকে ধর্ষণ হত্যার প্রতিবাদে আলোর মিছিল

‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং সংশ্লিষ্টদের বিচারের দাবিতে মোমবাতি হাতে আলোর মিছিল করেছেন রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী-অভিভাবকরা। ধানমন্ডির সাম্পান রেস্তোরাঁর সামনে গতকাল শনিবার সন্ধ্যায় এ প্রতিবাদ মিছিল হয়।

মিছিলে অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহান এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কার্যকরের দাবি জানিয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। এদিকে, আনুশকাকে ধর্ষণ ও হত্যা মামলায় দিহানের সঙ্গে আটক তিন তরুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রাথমিকভাবে ওই তিন তরুণের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে ওই ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার একমাত্র আসামি ছাত্রীটির বন্ধু ফারদিন ইফতেখার ওরফে দিহান শুক্রবার আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি এখন কারাগারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close