ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০২০

স্ত্রী নির্যাতনের মামলায় ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা জেলে

যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে জেলে গেছে ঢাকাস্থ সৌদি দূতাবাসে কর্মরত এক কর্মকর্তা। বাড্ডা থানা পুলিশ গত ৮ অক্টোবর ভিসা কর্মকর্তা মোহাম্মদ বিন সিদ্দিককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। সিদ্দিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মৈশাইর গ্রামে। ঢাকার বাড্ডায় বসবাসকারী এই কর্মকর্তার বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেন তার স্ত্রী তানজিনা নৌরিন মিশু। মামলায় স্বামী ছাড়াও চাচা শ্বশুর মো. জালাল, শাশুড়ি মমতাজ বেগম, ননদ মার্জিয়া ও ননদের জামাই আরিফকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালে ৫ লাখ টাকা দেনমোহরে মিশুর সঙ্গে বিয়ে হয় সিদ্দিকের। বিয়ের সময় নগদ ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার আসবাবপত্র দেওয়া হয়। এরপর ব্যবসা করার জন্য আরো ৫ লাখ টাকা দাবি করেন সিদ্দিক। এই টাকা না পাওয়ায় স্ত্রীকে নির্যাতন করতে থাকেন। অত্যাচারে টিকতে না পেরে ব্রাহ্মণবাড়িয়ায় পিতার বাসায় চলে আসেন মিশু। বিষয়টি মীমাংসার জন্য সিদ্দিকের চাচা মো. জালালের মধ্যস্থতায় গত ৪ আগস্ট মিশুর পিত্রালয়ে সালিস সভা বসে। সেখানে আবারো এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা না দিলে মিশুকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করবে বলে হুমকি দেয় সিদ্দিক। মিশু এর প্রতিবাদ করলে ছিদ্দিক তার গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় পেটেপিঠে লাথি মেরে তাকে আহত করে। এই মামলায় ৮ অক্টোবর ঢাকার বাড্ডা থানা পুলিশ মোহাম্মদ বিন সিদ্দিককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close