নিজস্ব প্রতিবেদক

  ১৮ অক্টোবর, ২০২০

তৃণমূলে সংগঠন চান ড. কামাল

ভাঙনের মুখে থাকা গণফোরামকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার তাগিদ দিয়েছেন দলটির সভাপতি কামাল হোসেন। গতকাল শনিবার সকালে দলের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি বলেন, ‘আপনারা জেলায় জেলায় দলকে সংগঠিত করুন, দলে তরুণ ও নারীদের সংখ্যা বাড়ান। দলের পক্ষ থেকে সারা দেশে সভা-সমাবেশ করুন এবং গণফোরামের নীতি-আদর্শ মানুষের কাছে তুলে ধরুন।’

কামাল বলেন, ‘দেশে গণতন্ত্রকে কার্যকর করতে হবে। গণতন্ত্র শুধু বইয়ের পাতায় থাকলে চলবে না, মানুষকে অধিকার ভোগ করে দেওয়ার সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে।’

জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের পর এটিই কমিটির প্রথম সভা। সভায় আহ্বায়ক কমিটির ৭০ সদস্যসহ ১৩০ জন প্রতিনিধি অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় বক্তব্য দেন কামাল।

আহ্বায়ক কমিটির সদস্য সাংসদ মোকাব্বির খানের সভাপতিত্বে এই সভায় সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, আ ও ম শফিক উল্লাহ, মহসিন রশিদ, সুরাইয়া বেগম, জানে আলম ও মোশতাক আহমেদ মূল মঞ্চে ছিলেন।

এদিকে, একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী নির্যাতন, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করে গণফোরামের আরেকাংশ।

মানববন্ধনে গণফোরমের এই অংশের নেতা মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘আজকে সারা দেশে ধর্ষণের মহোৎসব চলছে। এর প্রতিবাদ জানাতে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। দেশে দুর্নীতির হরিলুট চলছে।’

গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘বিশ্বের কিছু কিছু দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। প্রায় ১৪০টি দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- নেই, কারণ ধর্ষণ একটি স্পর্শকাতর বিষয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close