reporterঅনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর, ২০২০

বঙ্গবন্ধু ‘ম্যুরাল’ শাহজালালে, ওসমানীতে নতুন টার্মিনাল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’, ‘মুজিব কর্নার’ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব উদ্বোধন করেন। জানা গেছে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মিত হলে এর মাধ্যমে বছরে ২০ লাখ যাত্রী চলাচল করতে পারবেন। এর আধুনিক স্থাপত্য শৈলী, অত্যাধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের মুগ্ধ করবে। যৌথভাবে এর নকশা করেছে কোরিয়ার ণড়ড়ংযরহ ও ঐববৎরস নামের প্রতিষ্ঠান। এতে থাকবে ৬টি বোর্ডিং ব্রিজ, কনভেয়ার বেল্টসহ ৩৬টি চেক-ইন-কাউন্টার, ২৪টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৬টি এসকেলেটর, ৯টি লিফট এবং আগমনী যাত্রীদের জন্য ৩টি লাগেজ কনভেয়ার বেল্ট, ভবনের ফ্লোরে বসবে ইঞ্জিনিয়ারড স্টোন। নতুন টার্মিনালের ১ম তলা আগমনী ও ২য় তলা বহির্গামী যাত্রীদের জন্য ব্যবহৃত হবে। ইবরলরহম টৎনধহ ঈড়হংঃৎঁপঃরড়হ এৎড়ঁঢ় ঈড়. খঃফ (ইটঈএ) এর নেতৃত্বে গত ২৪ মার্চ শুরু করা প্রকল্প ২০২৩ সালে সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। প্রকল্প ও কার্যক্রমের ওপর উপস্থাপনা করেন সিনিয়র সচিব মো. মহিবুল হক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close