গাজীপুর প্রতিনিধি

  ০২ অক্টোবর, ২০২০

শোক সংবাদ

বিজ্ঞানী তমাল লতা আদিত্য মারা গেছেন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষণা) ও প্রখ্যাত ধান বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য আর নেই। তিনি গত বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। ড. তমাল লতা আদিত্য ১৯৬৭ সালের ৩১ অক্টোবর ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুন্ডল বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত্যুঞ্জয় আদিত্য এবং মাতা সুনীতি রানী আদিত্য। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালের ২ অক্টোবর পরিচালক গবেষণা (চলতি দায়িত্ব) পদে যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদে কর্মরত ছিলেন।

ড. তমাল লতা আদিত্য ব্রির গবেষণা কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে তার ৩০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে, চিকিৎসক স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ব্রি পরিবার তার প্রয়াত আত্মার চির শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close