চট্টগ্রাম ব্যুরো

  ২৯ সেপ্টেম্বর, ২০২০

প্রধানমন্ত্রীর জন্মদিনে চসিকে দোয়া-মিলাদ

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আলম সুজন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পৃথিবীর অবাক বিস্ময় এবং সৃজনশীল ধরিত্রী জননী। মৃত্যুভয়কে বারবার জয় করে পিতার মতোই হিমালয়সম উচ্চতায় আসীন হয়েছেন। গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল-পূর্ব শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, এস্টেট অফিসার মো. কামরুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলুন কুমার দাশসহ চসিকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।

এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দীন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান এ সময় বক্তব্য দেন। এ ছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দোয়া ও মোনাজাতের আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব। মোনাজাত পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের পেশ ইমাম মো. জাহাঙ্গীর আলম। মোনাজাত-পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। উপস্থিতি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামশুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close