সংসদ প্রতিবেদক

  ২৫ সেপ্টেম্বর, ২০২০

ছাতক সিমেন্টের ব্যয় স্বচ্ছতার সঙ্গে করার সুপারিশ

ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সিসিসিএল) প্রকল্পটির ব্যয় নির্ধারিত বাজেটের সঙ্গে সমন্বয় রেখে স্বচ্ছতার সঙ্গে করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য কমিটির সদস্যরা প্রকল্প এলাকা ঘুরে এসেছেন। গতকাল বৃহস্পতিবার অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুস শহীদ পরিদর্শনের পর এ সুপারিশ করেন।

পরিদর্শনকালে সভাপতির বিশেষ আমন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়। সিসিসিএল উৎপাদন পদ্ধতি ‘ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্প’ এর আর্থিক ও বাস্তব অগ্রগতি পর্যবেক্ষণ করেন কমিটির সদস্যরা। এ সময় তারা প্রকল্পের অর্থ বাজেট অনুযায়ী এবং বিধি ও নীতিমালা মোতাবেক স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হচ্ছে কিনা তা পর্যালোচনা করেন। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক, স্থানীয় প্রশাসন, শিল্প মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close