নিজস্ব প্রতিবেদক

  ২৪ সেপ্টেম্বর, ২০২০

সোয়া কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জব্দ করেছে কোস্টগার্ড (বিসিজি)। গতকাল বুধবার বিসিজি ঢাকা জোন ও স্টেশন পাগলা এই অভিযান পরিচালনা করে। এতে জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। লে. কমান্ডার এম সাজ্জাদ হোসনে, (এক্স), বিএন এবং পাগলা স্টেশন কমান্ডার লে. আসিফের নেতৃত্বে ২টি দোকান ও ১টি বাড়িতে এই অভিযান চালান। কোস্টগার্ডের সদর দফতর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সোনারগাঁ উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাগুলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close