কুমিল্লা প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০২০

ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বিআরবি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। আবু তাহের বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। ১৯৫০ সালে তিনি ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের মল্লিকাদীধি গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার নিজস্ব অর্থায়নে নিজ এলাকায় শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ ছাড়াও অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার জ্যৈষ্ঠ ছেলে আবু তৈয়ব অপি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি। মৃত্যুকালে দুই সন্তান ছাড়াও তিনি স্ত্রী, একমাত্র ছোট ভাই, অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক শুভাকাক্সিক্ষ রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে প্রথম, বাদ জোহর ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও বাদ আসর নিজের হাতে গড়া শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে শশীদল মল্লিকাদীঘি গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

গণদরদি এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি, সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম খান, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close