নিজস্ব প্রতিবেদক

  ১৫ আগস্ট, ২০২০

সেই কালরাতে আরো হত্যার শিকার যারা

১৫ আগস্ট বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কারণ পঁচাত্তরের এই দিনে শ্রাবণের ধারার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত। সেদিন আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে প্লাবিত হয়েছিল বাংলা ও বাঙালি। সেই কালরাতে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘাতকের হাতে নিহত হন তার স্ত্রী শেখ ফজিলাতুন নেছা, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল, সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক। একই রাতে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাড়িতেও হামলা চালায়। হামলায় শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি নিহত হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাড়িতে হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু (আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে), আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খান (আমির হোসেন আমুর খালাত ভাই)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close