মনোহরগঞ্জ প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০২০

মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মৃত্যুতে প্রধানমন্ত্রী সেতুমন্ত্রী ও এলজিআরডিমন্ত্রীর শোক

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. আবুল কাশেম ভূঁইয়া (৭৫) গতকাল বৃহস্পতিবার কুমিল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী এবং স্থানীয় সরকারমন্ত্রী শোকবার্তায় তারর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আবুল কাশেম ভূঁইয়া স্ত্রী, তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের আশিয়াদারী গ্রামে। গতকাল বাদ আসর জানাজার আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল আজিজ, তার ভাতিজা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়া মিন্টু প্রমুখ। জানাজায় অংশ নেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিনসহ মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে আবুল কাশেম ভূঁইয়ার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close